গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে জুবায়ের ইলেক্ট্রনিক্সের ইফতার মাহফিল সম্পন্ন

JE IFTER News

https://beanibazartimes.com/385311/

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার ও আশেপাশের উপজেলায় ইলেকট্রনিক্স জগতের বিশ্বস্থ নাম জুবায়ের ইলেকট্রনিক্স। শনিবার (১৫ এপ্রিল) গ্রাহক, কোম্পানীর প্রতিনিধি ও শুভান্যুধায়ীদের নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ বিয়ানীবাজারস্থ নিউ মোস্তফা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জুবায়ের ইলেক্ট্রনিক্স এর প্রতিষ্ঠাতা, রোটারিয়ান জুবায়ের আহমদ। সভা পরিচালনা করেন জুবায়ের ইলেক্ট্রনিক্স এর ফিনেন্স ডিরেক্টর রেজাউল হক । পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজারের ব্যবসায়ী রেদওয়ান আহমদ।

জুবায়ের ইলেক্ট্রনিক্সের প্রতিষ্ঠাতা জুবায়ের আহমদ ইফতারে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বড়লেখা, জকিগন্জ, কানাইঘাট, বিয়ানীবাজার উপজেলার সকল গ্রাহক এবং ব্যবসায়ীর সহযোগিতায় আজ জুবায়ের ইলেক্ট্রনিক্সের দীর্ঘ দিনের সকল প্রকার গ্রাহক এবং উপস্থিত সকলের সার্বিক সহযোগীতায় আজকে আমাদের জুবায়ের ইলেক্ট্রনিক্স হাটি হাটি পা পা করে এ পর্যায়ে এসেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল এন্টারপ্রাইজের চেয়ারম্যান এম এ মান্নান মিন্টু, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রোটারিয়ান আবু বক্কর সিদ্দিক, সভাপতি ২৪-২৫ রোটারী ক্লব বিয়ানীবাজার, স্বত্বাধীকারী আবু বক্কর ইলেকট্রনিকস।

বক্তব্য রাখেন, হ্যামকো কর্পোরেশনের বিভাগীয় প্রধান মুত্তাহিদুল ইসলাম, রহিম আফরোজ একোমোলেটর্স লিমিটেডের নজরুল ইসলাম,
টুটাল পাওয়ার সলুসন, টিপিএসের বিভাগীয় ম্যানেজার আবদুল আজিজ, বিসিএল চেয়ারম্যান জুনেদ খাঁন, ইস্টার্ন ব্যটারীজ লিমিটেডের জামিল আহমেদ, মহসিন ইলেক্ট্রিক বড়লেখার ওয়াসিফ শাকিল, সবুর ইলেকট্রনিকস বড়লেখার সবুর আহমদ, তোফায়েল আহমদ,মি: ক্ল্যাসি বড়লেখা।
জুবের আহমদ পাওয়ার ইলেকট্রনিকস, রনি চৌ: রিমসো ব্যটারীজ লি: জেবুল মিয়া, মেনেজার গ্রামীণ শক্তি, খালেদ হোসেন লিটন, নিশাত এন্টারপ্রাইজ বিয়ানীবাজার, মাহমুদ রাফি, মার্কেটিং অফিসার সিলেট,এভার লাইট ব্যটারীজ লি:।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারি ইউসুফ আহমদ বড়দেশী, তিনি দোয়া মাহফিল এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -নাজিম উদ্দীন ইত্যাদি ইলেকট্রনিকস, বিয়ানীবাজার, ব্যবসায়ী,মাসুদ রানা জকিগন্জ, সুমন আহমদ সুমন রেফ্রিজারেশন, রুবেল আহমদ, মুহিন আহমদ, মুহিন এন্টারপ্রাইজ। আলফাজ আহমদ, জনি ইলেক্ট্রিক, নাজিম উদ্দীন শুভা ইলেক্ট্রিক।
বাবুল আহমদ, বাবুল রেফ্রিজারেশন, সাব্বির আহমদ সাব্বির ইলেক্ট্রনিক্স, মো নুর ইসলাম, বিজলি ক্যাবল, সেলিম রেজা, ইব্রাহিম আলী,
নুরুল ইসলাম, মোঃ মাহমুদুররহমান মার্কেটিং ফিসার ওয়াল্টন, মুত্তাহিদুল ইসলাম, হ্যমকো কর্পোরেশন, নজরুল ইসলাম, রহিম আফরোজ এ্যকোমোলেটর্স লি:। বিজ্ঞপ্তি